মাধুরীর পর জুহি চাওলাকে ভেবেছিলেন নির্মাতা, এর মধ্যে অডিশনে মাহিমাকে পেয়ে তাঁর পরিবেশনায় মুগ্ধ হয়ে তাঁকে নির্বাচন করেন সুভাষ। সিনেমায় অর্জুন চরিত্রের অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তাঁর রোমান্স দর্শক–হৃদয়ে আলোড়ন তুলেছিল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম দেখায় শাহরুখ খানকে দেখে ভালো লাগেনি নির্মাতার, ঘটনাক্রমে তাঁকে নিয়ে শুটিং শুরুর পর শাহরুখের প্রতি ইতিবাচক ধারণা জন্ম নেয় পরিচালকের।
১৯৯৭ সালের ৮ আগস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ২৫ বছর পূর্ণ করল আজ, শাহরুখ–মাহিমা ছাড়াও এ সিনেমায় অমরেশ পুরি, অলোক নাথসহ আরও অনেকে অভিনয় করেছেন। মিউজিক্যাল ড্রামা সিনেমার ‘মেরি মাহবুবা’, ‘ইয়ে দিল দিওয়ানা’, ‘নাহিন হোনা থা’সহ বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। নাদিম–শ্রাবণের সুর ও সংগীতে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি। সুরারোপের জন্য প্রথমে এ আর রাহমানকে নিতে চাইলে তাঁর বাজেট বেশি হওয়ায় তাঁকে নিতে পারেননি নির্মাতা। পরে ‘তাল’ সিনেমায় তাঁকে নিয়েছিলেন সুভাষ ঘাই।
দিল্লিতে সিনেমার গানের অ্যালবাম উন্মোচনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। সিনেমার মুক্তি ২৫ বছর উপলক্ষে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই বলেন, ‘সিনেমাটি ২৫ বছর পূর্ণ করায় খুব খুশি। ২৫ বছর আগে সিনেমা হলে যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছি, এখনো তেমনই ভালোবাসা পাই। সিনেমাকে আমি হৃদয় থেকে অনুভব করি, সিনেমাকে প্রজেক্ট হিসেবে দেখি না।’