টোল প্লাজায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ভয়াবহ ভিডিও ভাইরাল

এক রোগীকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোল প্লাজায় দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় চারজন নিহত হন। ভয়াবহ ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতের কর্ণাটকের উপকূলীয় উডুপি জেলায় বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

টোল প্লাজার একটি সিসিটিভি ক্যামেরায় বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ধরা পড়ে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে ভিডিওতে দেখা গেছে।

ওই সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, টোল প্লাজার বুথের কয়েকজন কর্মী দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সটিকে এগুতে দেখে রাস্তার প্লাস্টিকের ব্যারিকেড সরাতে শুরু করেন।
ততক্ষণে অ্যাম্বুলেন্স প্রায় টোল প্লাজায় পৌঁছে যায়। হঠাৎ অ্যাম্বুলেন্সটি ভেজা রাস্তায় স্লিপ করে টোল বুথ কেবিনের দিকে চলে যায়। এরপর বুথের সঙ্গে সজোরে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সের পেছনের অংশ।

এই দুর্ঘটনায় রোগী, রোগীর সঙ্গে থাকা দুজন ও টোল প্লাজার এক কর্মী নিহত হন।  এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন।

image_pdfimage_print