সোনামের জন্য মন খারাপ অনিলের

বাবা নাম করা নায়ক, মেয়েও কম নয়। বলছি বলিউডের দুই সুপারস্টার তারকা অনিল কাপুর ও সোনাম কাপুরের কথা। এবারের জন্মদিনে বাবার কাছে নেই মেয়ে। তাই বাবা অনিল কাপুরের মনে যেন মেঘ জমেছে।

বিশেষ দিনে বাবার পাশে নেই মেয়ে। তাই একসঙ্গে উদযাপনের আনন্দও নেই বাবার ঘরে। নেই কেক কাটার হইচই। উপয়ান্ত না পেয়ে মেয়েকে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা পাঠালেন বাবা। আর সেই পোস্টজুড়েও যেন মন খারাপের রেশ।

মেয়ের একাধিক ছবি দিয়ে বাবা অনিল লিখেছেন, ‘প্রিয় সোনাম, এ বছর জন্মদিনে তোমার সঙ্গে থাকতে পারলাম না। কিন্তু সান্ত্বনা একটাই। এর পর যখন তোমার সঙ্গে দেখা হবে, তখন আমার নাতি বা নাতনি কোলে থাকবে। অভিভাকত্ব অদ্ভুত এক অনুভূতি। তোমার সন্তান যখন নিজের একটা পৃথিবী গড়বে, তুমি খুশি হবে। আবার সে যখন তোমার কাছে থাকবে না, কষ্ট পাবে। খুব শিগগিরই আমার কথাগুলির অর্থ বুঝবে তুমি।’

ছোট্ট রাজপুত্র/রাজকন্যাকে দেখার অপেক্ষায় দিন গুনছেন অনিল কাপুর।আপাতত স্বামী আনন্দের সঙ্গে লন্ডনে থাকছেন সোনাম। অন্যদিকে, অনিল তার নতুন ছবি ‘যুগ যুগ জিও’-র প্রচারে ব্যস্ত।গত মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন অনিল-কন্যা। সেই সময়ে কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি বছরের আগস্ট মাসে দুই থেকে তিন হতে পারেন আনন্দ-সোনাম।