ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবারের (৮ জুন) এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের সবার অবস্থা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরে অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস শহরের অবস্থান রাজধানী তেহরান থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারসহ উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, খননকারী একটি ক্রেনের সঙ্গে ট্রেনটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। রেললাইনের কাছে রাতে ক্রেন কীভাবে গেল তা এখনো স্পষ্ট নয়। তবে কোনো মেরামত কাজের জন্য ক্রেনটি সেখানে নেয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা।

image_pdfimage_print