এবার কবীর সুমন পোস্টে নিজের গলায় গাইলেন সেই গান। পুরোনো গান, নতুন কথা। নিজের লেখা, সুর দেওয়া ‘এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো’ গানটির প্রতিটি লাইনে কে কেকে নিয়ে গানের লেখায় তানপুরাসহযোগে কণ্ঠ দিলেন স্বয়ং কবীর সুমন। গান, ভিডিও বার্তাসহ ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই পোস্টে গান শুরু করার আগে দর্শকের কাছে তাঁর আবেদন, ‘গানটি সবাই গাইতে পারেন। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। গানটির কথা ও সুর আমার নিজের। কিন্তু দয়া করে গানের কথা ও সুর অবিকৃত রাখবেন। আর অনুগ্রহ করে এই গানের কোনো প্যারোডি বানাবেন না।’
কে কের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তাঁর মর্মান্তিক মৃত্যুর পর শান্তি পাচ্ছেন না কবীর সুমনও। এমনটাই তিনি ফেসবুকের প্রথম পোস্টে লিখেছিলেন। এবার সেই গানের কথায় কণ্ঠ দিলেন কবীর সুমন। যেমনটা তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার প্রথম পোস্টে লিখেছিলেন, তিনিই প্রথম গাইবেন গানটি। তারপর অন্য কেউ। অবশেষে কবীর সুমনের গলায় সেই গান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এল কে কেকে স্মরণ করে তাঁর ফেসবুকের দ্বিতীয় পোস্টে।
২০০৫ সালে লেখা ‘এ তুমি কেমন তুমি’। পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘জাতিস্মর’ চলচ্চিত্রে রূপঙ্করকে দিয়ে গানটি গাইয়েছিলেন ছবির সংগীত পরিচালক কবীর সুমন। আর এবার কে কে-রূপঙ্কর বিতর্কের মধ্যেই কবীর সুমনের গলায় তুলে নিলেন ‘এ কে কে কেমন কে কে’।