মিয়ানমারে শত শত বাড়িতে আগুন দিয়েছেন জান্তা সেনারা

কিন গ্রামের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, গত ২৬ মে জান্তা সেনারা তাঁদের গ্রামে প্রবেশ করেন। এ সময় সেনারা ফাঁকা গুলি ছোড়েন। গ্রামবাসী ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। তিনি বলেন, ‘জঙ্গলে লুকিয়ে থেকে পুরো রাত কাটাতে হয় আমাদের। পরদিন সকালে দেখতে পাই, গ্রামের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন জ্বলছে। দুই শতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার নিজের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু কংক্রিটের কাঠামো টিকে আছে।’

image_pdfimage_print