দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। দীর্ঘসময় ধরে গানের সুরে দর্শককে বুঁদ করে রেখেছেন অর্ণব। ভারতের কলকাতায়ও যিনি সমান জনপ্রিয়, সেই অর্ণব কেন বলিউডে গান করেননি প্রশ্ন আসতেই পারে।
পুরোনো এক সাক্ষাৎকারে অর্ণব জানিয়েছিলেন তার শখের কথা। মুম্বাইয়ে যাতায়াতের মাধ্যমে তারও ইচ্ছা জাগে মুম্বাই ইন্ডাস্ট্রির মিউজিক নিয়ে কাজ করার। বলিউডের জনপ্রিয় সংগীত আয়োজক প্রীতমের সঙ্গে চেনাজানাও ছিল অর্ণবের। সেই সুবাদে একদিন সুবর্ণ সুযোগ ধরা দেয় অর্ণবের হাতে।
একবার গান করার বিষয়েই অর্ণব ফোন করেছিলেন প্রীতমকে। সে সময় আরেক জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ফোন ধরে বলেন, ‘অর্ণব, তোমার জন্য অনেক ভালো একটা গান আছে, তুমি চলে এসো স্টুডিওতে।’ ভাগ্যের পরিহাসে সে সময় গলা ভালো ছিল না অর্ণবের। ঘাবড়ে যান অর্ণব অনেক আকুতি-মিনতি করে ফিরিয়ে দেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ।
অর্ণব এ বিষয়ে সাক্ষাৎকারে বলেন, ‘আমার বাংলাটাই ঠিক ছিল না। তার ওপর হিন্দি ভাষার গান। আমি প্রস্তুত ছিলাম না, তাই ফিরিয়ে দিতে হয় কাজটা।’
অর্ণবের বলিউডে কাজ করা হয়নি তাতে আক্ষেপ যেমন আছে ভক্তদের, তেমনি ভালোবাসা আর শ্রদ্ধাও জমেছে তাদের মনে। হয়তো বাঙালি চায়, ‘সে যে বসে আছে একা একা’, ‘হোক কলরব’, ‘ভালোবাসা তারপর’ গান করা মানুষটা বাংলা আর বাঙালির সঙ্গেই মিশে থাকুক চিরকাল।