এখন গাইতে হবে ‘বল বীর, বল উন্নত মম শির’

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে হবে। ঘুম থেকে জেগে উঠতে হবে। মুক্তির পথ দেখতে হবে।

মির্জা ফখরুল বলেন, তরুণদের ঝিমিয়ে থাকলে চলবে না। তাঁদের জাগিয়ে তুলতে হবে। এখন ঘুমানোর গান নয়, জেগে ওঠার গান গাইতে হবে। পড়তে হবে নজরুল।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের সময় গাইতে হবে ‘বল বীর—/ বল উন্নত মম শির!’

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেত্রীদের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, এই সময়ে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর নির্যাতন দেখতে হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, গুম-হত্যার কৌশল আবিষ্কার করা হয়েছে। নৃশংস সড়ক ব্যবস্থাপনার কারণে প্রতিদিন ২০ জনের মতো মানুষ মারা যাচ্ছে।

সভ্যতা-নম্রতার সঙ্গে শাসকদের কোনো সম্পর্ক আছে কি না, সে প্রশ্ন তুলে আবদুল হাই শিকদার বলেন, বর্তমান যুগ ড. মুহাম্মদ ইউনূসের যুগ। অথচ তাঁকে চুবানি দেওয়ার কথা বলা হয়েছে।

কাজী নজরুল ইসলাম সম্পর্কে আবদুল হাই শিকদার বলেন, সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে নজরুলের অবদান আছে। তিনি যখন যা করেছেন, সেখানে সেরা ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীসহ অনেকে।