দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান ইমরানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটের আগের রাতে দেওয়া বক্তব্যে দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। আগামীকাল রবিবার পার্লামেন্টের নির্ধারিত অনাস্থা ভোটে রায় বিপক্ষে গেলে ইমরান খান পদচ্যুত হতে পারেন। তিনি আবারো জোর দিয়ে বলেছেন, ‘বিদেশি ষড়যন্ত্রকারীরা’ ইসলামাবাদের নেতৃত্বে পরিবর্তন আনতে চাইছে।

আজ শনিবার পাকিস্তানের এআরওয়াই নিউজে এক সরাসরি প্রশ্নোত্তর অধিবেশনে দেশের মানুষকে সম্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এ পর্যন্ত পূর্ণ মেয়াদ শাসন করতে পারেননি। ইমরান খানও সম্ভবত সেই পথে হাঁটছেন। পর্যবেক্ষকদের মতে, ইমরান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বিরোধীরা তাকে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্র-নীতির বিপর্যয়ের জন্য অভিযুক্ত করেছে।

সরাসরি প্রশ্নোত্তরে ইমরান বলেন, কীভাবে তাদের মোকাবেলা করা যায় আমি তা নিয়ে পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ, আগামীকাল আমি কীভাবে তাদের মোকাবেলা করব তা আপনারা দেখতে পাবেন। আমি চাই আমার জনগণ সজাগ থাকুক, প্রাণবন্ত থাকুক। অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটলে মানুষ রাস্তায় নেমে যেত। ’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আমি আপনাদের সবাইকে আজ এবং আগামীকাল (রবিবার) রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের বিবেকের জন্য, এই জাতির স্বার্থে তা করা উচিত। কোনো রাজনৈতিক দল যেন আপনাদের তা করতে বাধ্য না করে। সন্তানদের ভবিষ্যতের জন্য আপনাদের রাজপথে নামা উচিত। সবাইকে ঘর থেকে বাইরে গিয়ে দেখাতে হবে যে আপনারা সতর্ক আছেন। ’