রাশিয়ার অভিযান পরিকল্পনামত চলছে না, ‘স্বীকার’ করলেন শীর্ষ কর্মকর্তা

রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান সোমবার বলেছেন, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান পরিকল্পনামত চলছে না। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এটাই হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের গতি প্রত্যাশার চেয়ে ধীরগতি হওয়ার বিষয়ে ক্রেমলিনের একজন কর্মকর্তার কাছ থেকে এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্বীকারোক্তি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক দেহরক্ষী ভিক্তর জোলোতভ বলেছেন, ‘আমি বলব যে হ্যাঁ, সব কিছু আমাদের পছন্দমতো দ্রুত চলছে না।

রয়টার্স বলেছে, রাশিয়ার ন্যাশনাল গার্ডের সরকারি ওয়েবসাইটে জোলোতভের এ বক্তব্য প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থাটির খবর মতে, জোলোতভ রণাঙ্গনে রাশিয়ার কম অগ্রগতির জন্য ইউক্রেনের ‘জনগণের মধ্যে লুকিয়ে থাকা অতি-ডানপন্থী উপাদানগুলোকে’ দায়ী করেছেন। আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য ‘নব্য-নাৎসিরা ইউক্রেনে অনুপ্রবেশ করেছে’ রাশিয়ার বার বার তোলা এহেন অভিযোগেরই পুনরুক্তি করেন তিনি। সাইটটি নিষ্ক্রিয় পাওয়ায় বিবিসি স্বাধীনভাবে এটি নিশ্চিত করতে পারেনি।