রোজীর প্রতিষ্ঠান নতুন করে চালু করলেন মালেক আফসারী

প্রয়াত অভিনেত্রী রোজী আফসারীর প্রযোজনা প্রতিষ্ঠান রোজী ফিল্মস নতুন করে চালু করলেন তাঁর স্বামী নির্মাতা মালেক আফসারী। এখন ইউটিউবের জন্য নানা কনটেন্ট তৈরি করছেন তিনি। খুব শিগগির শুরু করবেন টিভি নাটক। আগামী বছর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণের কথাও ভাবছেন আফসারী।

তিনি বলেন, ‘রোজীর ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্র নিয়ে। আমিও সেটার বাইরে নয়। রোজীর প্রযোজনা প্রতিষ্ঠান চালু করার পেছনে অনেকগুলো কারণ আছে। এক, এই প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবিগুলো সুপারহিট। দ্বিতীয়ত, এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকান্ড চলতে থাকলে আমার কাছে মনে হবে রোজী আমার সঙ্গেই আছে। ’

রোজীর মৃত্যুবার্ষিকী ছিল বুধবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে রোজী ফিল্মস থেকে একটি ভিডিও নির্মাণ করেছেন আফসারী। সেই ভিডিওতে রোজীর কবর জিয়ারত ও তাঁকে নিয়ে স্মৃতি রোমান্থন করেন আফসারী।

image_pdfimage_print