নারায়ণগঞ্জে মা ও মেয়েকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে দুপুরে ফতুল্লায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মা-মেয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তাঁর মেয়ে মিতু চক্রবর্তী (২২)। মিতু অন্তঃসত্ত্বা ছিলেন। রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী স্থানীয় ডাল ব্যবসায়ী। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী। তাঁর নাম জানা জায়নি। আটক অন্যজন হলেন স্থানীয় মো. জুবায়ের।
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শান্তিনগর এলাকায় লাশ উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩৫)। এ ঘটনায় পুলিশ রাবেয়ার স্বামীকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, আটক জুবায়ের দুপুর আড়াইটার দিকে নিহতদের বাসার দরজায় টোকা দেন। রুমা দরজা খোলামাত্র জুবায়ের তাঁর শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একইভাবে কক্ষে থাকা মিতুকেও ছুরিকাঘাত করে খুন করেন। পরে রক্তাক্ত ছুরি নিয়ে আটক নারীকে নামতে দেখে সন্দেহ হলে নিহতদের প্রতিবেশীরা ভবনের প্রধান দরজা বন্ধ করে দেয়। পরে তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি দোকানে কাজ করছিলাম। আমাদের মালিক মসজিদে নামাজে গিয়েছিলেন। তখন আমাদের বাড়িওয়ালার ভাতিজা এসে বলল, বাসায় যান, সেখানে কিছু একটা হয়েছে। তখন এখানে এসে দেখলাম শত শত মানুষ। আমি আর ওপরে উঠতে পারিনি। পরে জানতে পারলাম তাদের খুন করা হয়েছে। ’
অতিরিক্ত পুলিশ সুপার খসরু বলেন, ‘আমরা মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে পেরেছি। তিনি বিক্ষিপ্তভাবে কথা বলছেন। আমরা তাঁকে রিমান্ডে আনব। ’ তিনি আরো বলেন, ‘আটক জুবায়ের এলাকারই বাসিন্দা। ভিকটিমের পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে আমরা জানতে পেরেছি। ’
এদিকে গতকাল দুপুর ১টায় ফতুল্লার শান্তিনগর এলাকা থেকে রাবেয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রাবেয়া ভোলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় নিহত রাবেয়ার স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। অপুর বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চরনিহালগঞ্জ গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় মাস আগে রাবেয়ার সঙ্গে অপুর ঝগড়া হয়। অপু চার পুত্রসন্তানকে বাসায় রেখে বের হয়ে যান। তখন থেকে বাইরে থেকে গার্মেন্টে কাজ করছিলেন।
বাড়ির লোকজন জানায়, সোমবার রাতে তারা অপুকে বাসায় আসতে দেখেছে। গতকাল সকালে তাঁর স্ত্রীর গলা কাটা লাশ ঘরের ভেতর পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টির তদন্ত চলছে