ফ্রান্সের ফুটবল ক্লাবগুলোর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ক্লাবে সোমবার রাতে নিজেদের খেলার একদিন আগেই করোনাভাইরাস শনাক্ত হলো প্যারিসভিত্তিক ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) চার খেলোয়ারের। করোনা শনাক্ত খেলোয়ারদের মধ্যে সাত বার ব্যালন ডি’অর জয়ী লাইলেন মেসিও রয়েছেন বলে জানিয়েছে ক্লাবটি।
রোববার ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শনিবার রাতে পিএসজি জানিয়েছিলো তাদের এক কর্মী করোনা শনাক্ত হয়েছিলেন। কিন্তু তার নাম তখন প্রকাশ করা হয়নি।
মেসি ছাড়াও করোনা সংক্রমিত খেলোয়াররা হলেন লেফট ব্যাক জুয়ান বেরনেট, গোলকিপার সার্জিও রিকো ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালা।
করোনা সংক্রমিত খেলোয়াররা বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
সোমবার পিএসজির সাথে ৩২ রাউন্ডের খেলায় ভানেসের মোকাবিলা করবে।
ফ্রেঞ্চ ক্লাবে বর্তমান চ্যাম্পিয়ন দল পিএসজি তাদের শিরোপা রক্ষার জন্য লড়াই করছে।