অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়ার পর বিরল ক্ষেত্রে ‘রক্ত জমাট বাঁধার কারণ’ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক বিশদভাবে দেখিয়েছেন কিভাবে বিষয়টি ঘটে।
বিজ্ঞানীরা দেখেছেন, রক্তের একটি প্রোটিন অক্সফোর্ড টিকার একটি প্রধান উপাদানকে আকৃষ্ট করে। এ বিষয়টিই হয়তো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে রক্ত জমাট বাঁধায়।
প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সারা বিশ্বের ১০ লাখের মতো মানুষের প্রাণ বাঁচিয়েছে। তবে এ টিকা নেওয়ার পর কয়েকজন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ফলে তা সারা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অক্সফোর্ডের তৈরি টিকা ব্যবহারের সিদ্ধান্তের ওপর এ উদ্বেগ প্রভাব ফেলেছে। যুক্তরাজ্যে ৪০ বছরের কম বয়সীদের মধ্যে বিকল্প টিকা ব্যবহার শুরু হয়। এছাড়া এর কারণ বের করা এবং তা এড়ানো যায় কি না তা অনুসন্ধানে একটি বৈজ্ঞানিক গবেষণাও শুরু করা হয়। এজন্য কার্ডিফের গবেষকদলকে জরুরি সরকারি অনুদান দেওয়া হয়।
অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র জানান, টিকার চেয়ে করোনা সংক্রমণের কারণেই রক্ত জমাট বাঁধার শঙ্কা বেশি। কেন এটি ঘটে তার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুখপাত্র আরো বলেন, গবেষণাটি চূড়ান্ত না হলেও এ থেকে কৌতূহলকর ধারণা উঠে এসেছে। অ্যাস্ট্রাজেনেকা এগুলো কাজে লাগিয়ে টিকার ওই বিরল পার্শ্বপ্রতিক্রিয়াটি দূর করার উপায় খুঁজছে।
সূত্র : বিবিসি।