রায়পুরায় ৫০ কেজি গাঁজা বহনকালে পুলিশ সদস্যসহ আটক ৪

নরসিংদীর রায়পুরায় ৫০ কেজি গাঁজা বহনকালে চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার সুমন ওরফে ইব্রাহীম (৩০), কুমিল্লার ব্রাক্ষনপাড়ার মিজানুর রহমান ইমন (৩০), সোহেল রানা (২৮) ও সোহেল রানা (৩৮)। এর মধ্যে সোহেল রানা নামে একজন গাজীপুর হাইওয়ের কনস্টবল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে রায়পুরা থানা ওসি তদন্ত গোবিন্দ সরকার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটুভাঙ্গা কান্দাপাড়ায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে রায়পুরা থানা পুলিশ। আটককৃত ওই চারজনের মধ্যে একজন পুলিশ সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এ বিষয়ে রায়পুরা থানার এস.আই নাসির উদ্দিন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। পরে তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজা, মালামাল ও চারজনকে আদালতে পাঠানো হয়।