মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ৩ কোটিরও বেশি মানুষের জন্য তীব্র গরমের আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে। অঞ্চলটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দাবদাহের ঘটনায় এই সতর্কতা জারি করা হয়েছে। দাবদাহে তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
রবিবার (১১ জুলাই) আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে সপ্তাহান্তে গরম উষ্ণ পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, লাস ভেগাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা অঞ্চলটির সর্বকালের সর্বোচ্চ।
এর আগে, জুন মাসের শেষ দিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহ দেখা দিয়েছিলো। টানা ৩ দিন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়। মৃত্যুর সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তা কয়েকশ হবে।