ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে ‘ভালো লোক’ হিসেবে আখ্যায়িত করলেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নাসিরের পক্ষ নিয়ে এ কথা বলেন। নাসির উদ্দিন মাহমুদ জাপার প্রেসিডিয়াম সদস্য।
চুন্নু বলেন, সোমবার সংসদে একজন সদস্য নায়িকা পরীমণির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছেন। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তিনি জাপা করেন। তিনি ভালো লোক। মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক আগেই শাস্তি পেয়ে যান। মিডিয়াকে অনুরোধ করবো- আপনারা নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা তুলে ধরুন, এতে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই নিরপরাধ কেউ অন্তত শাস্তি পাবেন না।