ইন্টারনেট: ব্রডব্যান্ডের দাম সঠিক করার পর সেবার মান যেভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সরকার

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাম নির্ধারণের পর ইন্টারনেট সেবার গতি বা মান কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, দাম পরিশোধ করলেও গুণগত মানসম্পন্ন  ইন্টারনেট  সেবা তারা পাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, সেবাদাতারা একই ব্যান্ডউইডথ যুক্তিযুক্ত সংখ্যার চাইতে অধিক গ্রাহকের মধ্যে ভাগাভাগি করার কারণে অনেক সময় সেবার মান সঠিক থাকে না।

মূল্য বেঁধে দেবার পর সরকার এখন বলছে, ভাগাভাগির ব্যান্ডউইডথের ক্ষেত্রে একই আইপি ঠিকানা যাতে ৫ জনের অধিক গ্রাহকের মধ্যে বরাদ্দ না করা হয়, সেটা এখন থেকে নজরে রাখবে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।