গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব

কুষ্টিয়ার চিনিকলের গুদামে হিসাবের চেয়ে ৫৩ টন চিনি কম পাওয়ায় স্টোর কিপারকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্তে গঠন করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুরে চিনিকলের মহাব্যবস্থাপক (জিএম) কল্যাণ কুমার দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’