মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে মঙ্গলবার (২৫ মে) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রথমবারের মতো হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ফ্লয়েডের পরিবারের সদস্যরা। বুধবার (২৬ মে) খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক সিটিতে মেয়র বিল ডি ব্লেসিও নাগরিক অধিকারকর্মী রেভ আল শার্পটনের সঙ্গে টানা ৯ মিনিট ২৯ সেকেন্ডের জন্য চুপচাপ বসে ছিলেন। কারণ, ঠিক একই সময় পর্যন্ত জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে বসেছিলেন বরখাস্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন।
বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের সিটি হলের কাছে ব্ল্যাক লাইভ ম্যাটারের প্রতিবাদের জন্য জড়ো হয়। এবং মিনিয়াপলিসে, যেখানে ফ্লয়েড তার শেষ নিশ্বাস ত্যাগ করেছিল এবং তার স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, সেখানে অনেকেই জড়ো হন। কিন্তু সেই বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা। তখন তারা প্রেসিডেন্টকে জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পোলিশিং আইন পাস করার জন্য অনুরোধ জানায়। পরে এক বিবৃতিতে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র একটি প্রতিচ্ছবি পয়েন্টের সম্মুখীন।
Looking back on the Black Lives Matter protests that swept America and beyond after the murder of George Floyd one year ago today https://t.co/RIrs5QSg3H pic.twitter.com/U4rFvmauVj
— Reuters Pictures (@reuterspictures) May 25, 2021
তিনি বলেন, প্রকৃত পরিবর্তন আনতে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা যদি তাদের শপথ ভঙ্গ করেন তাহলে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমাদের পদক্ষেপ নিতে হবে।
এর আগে গত ২০ এপ্রিল হেনেপিন কাউন্টি আদালতে হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।
Community organizer Tommy McBrayer leads a chant at George Floyd Square in Minneapolis, and more images of commemoration on the first anniversary of his death: https://t.co/5kWIyTHFC3 ???? @npfosi pic.twitter.com/QD4Y94thEb
— Reuters Pictures (@reuterspictures) May 25, 2021
গত ৩১ মার্চ হত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও আদালতে প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, আটকের পর জর্জ ফ্লয়েড পুলিশ অফিসারদের কাছে অনুনয় করে বলছে ‘আমি খারাপ লোক নই, আমার কোনো ক্ষতি করবেন না’।
ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তা টমাস লেন, জে আলেকজান্ডার কুয়েং এবং টু থাওয়ের বডি ক্যামেরায় ধারণ করা এই ভিডিও ফুটেজে আরো দেখা যায়, জর্জ ফ্লয়েড পুলিশের মুখোমুখি হচ্ছেন। এরপর প্রাণ ভিক্ষা চেয়ে বলেন, ‘দয়া করে আমাকে গুলি করবেন না। কয়েকদিন আগেই আমি আমার মা’কে হারিয়েছি’।