সৌদি আরব যাওয়া হলো না ফুটবলারদের

প্রস্তুতির শেষ মুর্হুতে সৌদি আরব যাওয়া হলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের। সৌদি আরবে গিয়ে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো জামাল ভূঁইয়াদের। সেই লক্ষ্যে আজই সৌদির উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের।

কিন্তু করোনা ভাইরাসে কারণে জামালদের সৌদিতে যাওয়া পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। আজ সকাল ১০টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।

কিন্তু আজ সকালেই বাফুফের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ার কারণে জাতীয় ফুটবল দলের সৌদি আরব যাওয়ার সময়সূচিতে পরিবর্তন করা হচ্ছে।

বাফুফে জানিয়েছে, পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে। তারমানে বাংলাদেশ দলের সৌদি আরব যাওয়াটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো।

পরিকল্পনা ছিল, ২৪ জন ফুটবলার নিয়ে আজ সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠবেন কোচ জেমি ডে। সৌদিতে গিয়ে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে ফুটবল দল। কিন্তু এখন নতুন করে তৈরি হওয়ার পরিস্থিতিতে হয়তো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ৩০ মে ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হতে হবে জামাল ভূঁইয়াদের।