ঈশ্বরদী পৌর যুবদলের ২৪ নেতার পদত্যাগ

ঈশ্বরদী পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক ও সদস্যসহ ২৪ জন পদত্যাগ করেছেন। শনিবার (২২ মে) সন্ধ্যায় পাবনা জেলা সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও সাধারণ সম্পাদক হিমেল রানার কাছে এ পদত্যাগপত্র জমা দেন ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটির ২৪ জন।

পদত্যাগকারীরা হলেন, কমিটির আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম-আহবায়ক সাজেদুল ইসলাম জিতু, রাশেদুল ইসলাম রিপন, শামীম আক্তার রতন, রেজাউল হক মুকুল, আবু জাহিদ উজ্জ্বল, আসাদুজ্জামান আসাদ, সেলিম চৌধুরী, সাইদুল ইসলাম, মাহাবুবুর রহমান রিয়াদ, রফিকুল ইসলাম তুহিন, আহবায়ক কমিটির সদস্য কিরণ সরদার, হাফিজুর রহমান হাফিজ, নূর মোহাম্মদ স্বপন, সাইফুল ইসলাম ফয়েজ, মোহাম্মদ শওকত আলী, সদস্য, সাইদুর ইসলাম, সাহিদুর রহমান সাহেদ, সোহেল রানা পাখি, মুশফিকুর রহমান মিশন, রবিউল ইসলাম রাজু, জুবায়ের ফারুক রাজিব, মোহাম্মদ শেখ রিঙ্কু, মো. সুমন।

নবগঠিত আহবায়ক কমিটির পদত্যাগকারী আহবায়ক জাকির হোসেন জুয়েল জানান, গত ২মে বিএনপি যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঈশ্বরদী পৌর যুবদলে জাকির হোসেন জুয়েলকে (আমাকে) আহবায়ক ও একেএম সাজেদুজ্জামান জিতুকে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের একটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। আবার ওই রাতেই ঘোষিত কমিটি বাতিল করে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও আলী জুবায়ের প্রতীককে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই পকেট কমিটি কোনভাবেই মেনে নিতে পারেনি।

তিনি আরও বলেন, গত ৫মে ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ কমিটি ৭ দিনের মধ্যে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানাই। পাশাপাশি কেন্দ্রীয়, বিভাগীয় ও পাবনা জেলা যুবদলের নেতৃবৃন্দের নিকট এ বিষয়টি অবহিত করি। কিন্তু ৭ দিনের বেশি সময় অতিবাহিত হলেও দলের পক্ষ থেকে এব্যাপারে কোন ইতিবাচক সারা মেলেনি। তাই আমরা ৪২ সদস্যের আহবায়ক কমিটির ২৪ জনই একযোগে পদত্যাগ করেছি।