ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয় চলতে থাকায় গত কয়েক দিন ধরে ভারতে বিমান চলাচলে নেমে আসে চরম বিশৃঙ্খলা। দেশজুড়ে একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন, বিমানবন্দরগুলোতে তৈরি হয় তীব্র দুর্ভোগ।
এরই মধ্যে সাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও মানুষের মনে নতুন করে নাড়া দিয়েছে।
দিল্লি বিমানবন্দরে ধারণ করা ভিডিওটি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ইন্ডিগোর ‘হেল্প ডেস্কে’ শতাধিক যাত্রীর ভিড়। হতাশ, ক্ষুব্ধ যাত্রীরা কেউ ফ্লাইট–সংক্রান্ত তথ্য চাইছেন, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় পাওয়া যাবে তা জানতে চাইছেন। এই বিশৃঙ্খলার মধ্যেই এক বাবার হৃদয়বিদারক আকুতি ধরা পড়ে ভিডিওতে।
বাবাকে মরিয়া হয়ে বলতে শোনা যায়, ‘বোন, আমার মেয়ের জন্য একটি (স্যানিটারি) প্যাড চাই, আমাকে একটি প্যাড দিন।’
দৃষ্টি আকর্ষণের জন্য তিনি বারবার ডেস্কে চাপড় দিচ্ছিলেন। ক্লান্ত, হতাশ ও অসহায় অবস্থায় মেয়ের জরুরি প্রয়োজন মেটাতে ব্যর্থ এই বাবার হাহাকার মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে।
দিল্লি বিমানবন্দরের ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে এক্স–এ ৫ লাখ ৬১ হাজার বারের বেশি দেখা হয়েছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। মেয়ের জন্য বাবার এই মরিয়া আর্জি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
হিন্দুস্তান টাইমস জানায়, ভিডিওটি দিল্লি বিমানবন্দরের। সেখানে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, ফ্লাইট–সংক্রান্ত পর্যাপ্ত তথ্য না দেয়া, বিমানবন্দরে খাবার পানি ও জরুরি পণ্যের সংকট, আর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার যন্ত্রণা ভোগ করছেন তারা।







