কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, যাত্রাবাড়ীতে আহত ১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এদিকে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

রকিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, রকি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। রকি দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কেউ তাকে ছুরিকাঘাত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print