এক লাখের বেশি ভোটে নির্বাচিত মাশরাফি

টানা দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল-২ আসনে মাশরাফি ১ লাখ ২২ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র পেয়েছেন ২ হাজার ১২৫ ভোট। ওই হিসেবে প্রায় ১ লাখ ২০ হাজার ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাশরাফি।

এছাড়া মাগুরা-১ আসন থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি কিশোরগঞ্জ-৬ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট।