শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো! শঙ্কার সঙ্গে প্রশ্নও ছিল, কেউ একজন করোনায় আক্রান্ত হলে অন্য খেলোয়াড়দের কী হবে? উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হওয়ার পর জাতীয় ফুটবল দলের ক্যাম্পে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
আগামী মাসে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে গত রোববার থেকে শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগেও দুই দিন অনুশীলন হয়। এরপর গতকাল খবর আসে করোনায় আক্রান্ত মোহাম্মদ ইব্রাহিম। অথচ এরই মধ্যে বাকি খেলোয়াড়দের সঙ্গে খাওয়াদাওয়া থেকে মাঠে অনুশীলন ও জিমনেশিয়ামে ঘাম ঝরিয়েছেন তিনি।
এতে অন্য ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে; বিশেষ করে ইব্রাহিমের সঙ্গে একই কামরায় থাকা সোহেল রানার ক্ষেত্রে। এরই মধ্যে অনুশীলনে দল থেকে আলাদা করা হয়েছে সোহেলকে। পুনরায় করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে আজ একাকী অনুশীলনও করেছেন এই মিডফিল্ডার। সবচেয়ে বড় প্রশ্ন হলো, করোনা পরীক্ষার ফল পাওয়ার আগে অনুশীলন শুরু করার খেসারত না দিতে হয় বাংলাদেশকে!