লক্ষ্মীপুরে অনাবাদী জমিতে ফসলের হাসি

আনোয়ার হোসেন:

মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার ০৯নং উত্তর জয়পুর ইউনিয়নে এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে সেই লক্ষ্যে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে চলছে৷

লক্ষ্মীপুরে অনাবাদী জমিতে ফসলের হাসি

জানা যায়, এ ইউনিয়নে অনাবাদী জমি ছিল প্রায় ২০ হেক্টর৷ যা কৃষি কর্মকর্তাদের তত্বাবধায়নে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃয়ি উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনী দু’টি প্রকল্পের অধিনে প্রায় ৮০% জমি; রবি মৌসুমে খেসারি, গম, মসুর, মুগ, সরিষা, ধান, সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনের আওতায় চলে এসেছে৷

০৯নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এম. বেলাল হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল খালেদ ও মো. শাহজাহানসহ সরেজমিনে গিয়ে দেখা যায়- বিনা সরিষা-১৭, সূর্যমুখী, ব্রি ধান-৮৪ অন্যান্য প্রদর্শনী৷

সরকারের এ প্রকল্পের উপকারভোগী কৃষাণী তাছলিমা আক্তার জানান, সম্পূর্ণ বিনা খরচে তিনি এই প্রকল্পের আওতায় এসেছেন৷ তাই ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি৷

এ সময় ০৯নং উত্তর জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান এম. বেলাল হোসেন বলেন, কৃষি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় কৃষক-কৃষাণীর মধ্যে প্রায় ৪শ ৫০জনের মাঝে বিভিন্ন কৃষি বীজ এবং সার বিতরণ করা হয়৷ বর্তমানে প্রায় ৮০% জমি রবি মৌসুমে খেসারি, গম, মসুর, মুগ, সরিষা, ধান, সবজিসহ অন্যান্য ফসল উৎপাদন হচ্ছে যা ১০০% করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷

image_pdfimage_print