লক্ষ্মীপুর প্রেসক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা প্রেসক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ইং -এর উদ্বোধনী ম্যাচ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এর আগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের লোগো উন্মোচন ও শুভ উদ্ধোধন করেন৷

লক্ষ্মীপুর প্রেসক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল  মালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মো. জহির উদ্দিন, এম জে আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম স্বপন, আতোয়ার রহমান মনির, নাজিম উদ্দিন রানা ও মো. রুবেল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন, নজরুল ইসলাম জয়, আরিফ খান জয়, রাকিব হোসাইন রনি ও রাজীব হোসেন রাজু। এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। যারা অংশগ্রহণ করবেন তারা সবাই লক্ষ্মীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকের বলে জানিয়েছে আয়োজক কমিটি৷

image_pdfimage_print