লক্ষ্মীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা ৭দিনের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে সম্পাদক-প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে এ আলটিমেটাম দেন তারা।

লক্ষ্মীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটামসম্পাদক-প্রকাশক পরিষদের আহ্বায়ক সহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আলোকিত লক্ষ্মীপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম জে আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা, দৈনিক কালের প্রবাহ পত্রিকার সম্পাদক মাহমুদুল হক, উপকুল পত্রিকার সম্পাদক মো. জহিরুল ইসলাম, সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ, সাপ্তাহিক নতুন পথ পত্রিকার সম্পাদক বি এম সাগর, বাংলাদেশ কণ্ঠ’র জেলা প্রতিনিধি মুহাম্মদ মমিন উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার যেখানে দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, সেখানে রায়পুরের প্রভাবশালীরা কিভাবে সরকারি খাল দখল করে রেখেছে। সাংবাদিকরা এসব অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই রায়পুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আগামি ৭ দিনের মধ্যে প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে দৈনিক কালের প্রত্যাশা পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, মুক্ত বাঙালি পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমর, দৈনিক আলোকিত লক্ষ্মীপুর পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল ফারুক’সহ স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

উল্লেখ্য : গত ২৮ অক্টোবর লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকায় রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন খোকনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, পত্রিকাটির রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু এবং দেনায়েতপুর গ্রামের বাসিন্দা মো. এসএন উদ্দিন রিয়াদের বিরুদ্ধে ৩১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।