চন্দ্রগঞ্জে বিএনপি প্রার্থীকে গ্রেফতারে পুলিশকে আল্টিমেটাম

আনোয়ার হোসেন

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার মধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন৷

আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ বাজারে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে চন্দ্রগঞ্জ ইউপির উপনির্বাচনের উঠান বৈঠকে নুর উদ্দিন চৌধুরী এই আল্টিমেটাম ঘোষণা করেন৷

অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আরও বলেন, ‘প্রশাসন যদি গ্রেফতার করতে ব্যর্থ হয়৷ আওয়ামী লীগের কর্মীরাই তোফায়েল বাহিনীর প্রধান তোফায়েলকে পুলিশের হাতে তুলে দিবে৷’

জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘বিএনপি দলীয় ক্যাডারেরা এক সময়ে চন্দ্রগঞ্জ বাজারে বিভিন্ন দোকেনে অগ্নিসংযোগ, চাঁদাবাজি, খুনসহ গাছ কাটা রাজনীতির মাধ্যমে এ অঞ্চলের সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদের আইনের আওতায় নিয়ে আসা হবে৷’

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট জসীম উদ্দিন পিপি, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, নৌকার মনোনীত প্রার্থী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাহাদাত হোসেন শরীফ প্রমুখ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সঞ্চালনায় নির্বাচনী এই সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমান, সাবেক ছাত্রনেতা আব্দুল জাব্বার লাভলু ও সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ নৌকার সমর্থনে আগত সহস্রাধিক নেতা-কর্মী।

আলোচনা শেষে সন্ধ্যায় নৌকা মার্কার সমর্থনে বিশাল একটি নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজারে বিভিন্ন গলি ও ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় গণসমাবেশের স্থানে গিয়ে শেষ হয়।

 

image_pdfimage_print