বহু প্রতীক্ষিত সিনেমা ‘নূর’-এর ওটিটি অভিষেক

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শক দেখতে পাচ্ছেন পরিচালক রায়হান রাফীর সিনেমা “নূর”। প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও ছবিটি আজ বায়োস্কোপ প্লাস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। দুপুর ১২টা থেকেই দর্শকরা নূর ও শিউলির সংবেদনশীল প্রেমকাহিনির সাক্ষী হতে পারবেন।
 আরিফিন শুভ এই ছবিতে ‘নূর’ চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে অনেকে ভুল ধারণা পোষণ করলেও শুভ স্পষ্ট করেছেন, নূর কোনো মানসিক রোগী নয় সে অত্যন্ত সরল, বোকাসোকা এবং প্রেমে অন্ধ একজন মানুষ। চরিত্রটির গভীরে যাওয়ার জন্য শুভ বাস্তবের প্রেমিকদের পর্যবেক্ষণ করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলতে তিনি মাথা ন্যাড়া করার কঠিন সিদ্ধান্ত নেন।
ঐশী এই ছবিতে শিউলির চরিত্রে অভিনয় করেছেন। শুভর সাথে এটি তাঁর তৃতীয় কাজ। তিনি শুভকে অত্যন্ত সংবেদনশীল, সহায়ক এবং তাঁর মেন্টর’-এর মতো মনে করেন।
 ছবিটি ২০২২ সালের শেষ দিকে সেন্সর ছাড়পত্র পেলেও প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ বারবার পিছিয়েছে।
 পরিচালক রায়হান রাফী নিশ্চিত করেছেন, এটি কম খরচে নির্মিত হলেও ওটিটি প্ল্যাটফর্মে দ্বিগুণ দামে বিক্রি করা হয়েছে। ব্যবসার দিক বিবেচনা করেই সিনেমাটি এক্সক্লুসিভলি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে। পরিচালক আশা করেন, দর্শক ছবিটি দেখে ‘আলাদা ফিল’ পাবেন, এটি কোভিড সময়ের সিনেমা, যেখানে বাজেট সীমাবদ্ধতা ছিল। পাবনা শহর, ঈশ্বরদী ও ঢাকার নবাবগঞ্জে ২০ দিন ধরে এর শুটিং হয়।
এই দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘নূর’ ওটিটি প্ল্যাটফর্মে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার পালা।



জয়া আহসানের ‘আপেল হওয়া বারণ’

‘ডোন্ট বি অ্যান অ্যাপল’ লিখে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন উপমহাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সেসব ছবিতে দেখা যাচ্ছে, তার চোখে সানগ্লাস, ঠোঁটে বাঁকা হাসি। যেন ইঙ্গিতে দিচ্ছেন অন্য কোনো বার্তা। সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের গান ‘পিরিতের পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইসে গায় / সোনা বন্ধু কুনজাগায়…’

ছবিতে জয়াকে দেখা যাচ্ছে ব্লাউজ ও ডেনিম পরিহিতা। লাল ব্লাউজের সঙ্গে মিলিয়ে কপালে পরেছেন লাল টিপ। খোপায় লাল-সাদা ফুল। নিশ্চয়ই নতুন কোনো খবর অপেক্ষা করছে, যার শুরুটা এমন রোমান্টিক!

চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা বেরিয়েছে অভিনেত্রীর। ঢাকায় ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ ছাড়াও কলকাতায় প্রশংসিত হয়েছে তার ‘ডিয়ার মা’ সিনেমাটি।

কদিন আগে পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় প্রতিবাদী হয়ে ওঠেন এই অভিনেত্রী। তার সঙ্গে স্বর মিলিয়ে প্রতিবাদী হন ঢাকার তারকারাও।




বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎই অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।
ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চ মাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।
এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার বলে, ‘আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।’
অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় পড়ে। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।
প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন, যেখানে উল্লেখ ছিল, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে অনেক সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়



উইগ্রো এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করা এগ্রি–ফিনটেক স্টার্টআপ উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। হংকং সরকার আয়োজিত স্টার্টমআপ.এইচকে গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা ২০২৫-এ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের শতাধিক দেশের উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে উত্তীর্ণ হয়ে উইগ্রো’র এই অর্জনকে বাংলাদেশের প্রযুক্তি ও কৃষি-উদ্ভাবন খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্টার্টমআপ.এইচকে প্রতিযোগিতায় স্টার্টআপগুলোকে চারটি সূচকে মূল্যায়ন করা হয় উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং সামাজিক প্রভাব। এ চারটি ক্ষেত্রেই উইগ্রোর পারফরম্যান্স বিচারকদের নজর কেড়েছে। স্থানীয় কৃষি বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন প্রযুক্তিভিত্তিক মডেল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে আরও দৃশ্যমান করছে।
এর আগে সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভাল ২০২৪-এও উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ১৩০টিরও বেশি দেশের স্টার্টআপকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি।
উইগ্রো ক্ষুদ্র কৃষকদের জন্য বিনিয়োগ, মানসম্মত কৃষি উপকরণ, উৎপাদন সহায়তা ও বাজারসংযোগ এই চারটি ধাপকে প্রযুক্তির মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এর লক্ষ্য হলো- কৃষকদের উৎপাদন খরচ কমানো, লাভজনকতা বৃদ্ধি করা এবং বাজারে প্রবেশাধিকার সহজ করা, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।
উইগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মো. মাহমুদুর রহমান বলেন, “বাংলাদেশের কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত নয়; এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির মূলভিত্তি। আমরা চাই, কৃষকের উদ্ভাবন ও সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে। আন্তর্জাতিক স্বীকৃতিগুলো প্রমাণ করে বাংলাদেশের কৃষি-প্রযুক্তি এখন বৈশ্বিক স্তরেও প্রতিযোগিতায় সক্ষম।”



১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার

সরকার ১৬ ডিসেম্বর থেকে  মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (এনইআইআর) চালু করতে যাচ্ছে। নতুন ব্যবস্থার লক্ষ্য হলো টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করা এবং অনিবন্ধিত  মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা। এর ফলে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল  ফোন ব্যবহার বন্ধ হবে।
নতুন উদ্যোগের আগাম ঘোষণা পাওয়ার পর অনিবন্ধিত মোবাইলের দাম বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র ও যুবকরা অভিযোগ করেছেন, সরকারি শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোনের দাম অনেক বেড়ে গেছে। একটি ২০ হাজার টাকার ফোনের ওপর ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হলে এর দাম ৫০ হাজার টাকারও বেশি হয়ে যাচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীরা অনিবন্ধিত ফোন আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, “সরকার আলোচনায় না এলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। এটি বন্ধ করার জন্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, মোবাইল চোরাচালানের সঙ্গে জড়িত কিছু গোষ্ঠীর স্বার্থে এই উদ্যোগের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি লক্ষ্য করে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করা হবে। আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে পরবর্তীতে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।



ফিফা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক

২০২৬ বিশ্বকাপের জন্য নতুন নিয়ম চালু করেছে ফিফা। টুর্নামেন্টের সব ম্যাচের দুই অর্ধেই ৩ মিনিট করে থাকছে পানি পানের বিরতি। শুধুমাত্র আবহাওয়ার ওপর নির্ভর করে কিছু ম্যাচ বা ভেন্যুর জন্য এই সিদ্ধান্ত নয়। সব ম্যাচ ও ভেন্যুতেই থাকবে এই নিয়ম।

হাইড্রেশন বিরতিটি দেওয়া হবে প্রতি অর্ধেরই ২২ মিনিটে। আবহাওয়া যেমনই হোক, মাঠ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এই বিরতি পাবেন দুই দলের খেলোয়াড়রা।

এই সিদ্ধান্ত সম্প্রচারকদের কাছেও জনপ্রিয় হতে পারে। কেননা, এর ফলে খেলার সময়সুচি আরোবেশি অনুমানযোগ্য হয়ে উঠবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রধান কর্মকর্তা মানোলো জুবিরিয়া সম্প্রচারকদের সঙ্গে বৈঠকে বিষয়টি প্রথমবার ঘোষণা দেন।

অ্যাক্টিভওয়্যার

তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে, যদি ওই ২২ মিনিটের আশেপাশে সময়ে ইনজুরির কারণে  খেলা থেমে গেলে সেক্ষেত্রে কিছুটা নমনীয় হতে পারবেন রেফারি। সুবিরিয়া জানান, ‘এটি পরিস্থিতি অনুযায়ী রেফারি সিদ্ধান্ত নেবেন।’

গত বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি ছিল। তবে সেটি কেবল তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াম অতিক্রম করলে তখন দেওয়া হতো ৩০ মিনিট পর। এবারের পরিবর্তনটা আসার কারণ ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তাপে মাঠের খেলায় কষ্ট করতে হয়েছিল খেলোয়াড়দের। সে টুর্নামেন্টে ফিফা ঠান্ডা বা পানি বিরতির তাপমাত্রা সীমা কমায় এবং মাঠের চারপাশে বেশি পানি ও তোয়ালে সরবরাহ করে।

ফুটবলের বড় আসরে অতিরিক্ত তাপ বহুদিন ধরেই সমস্যা। ২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে এই উদ্বেগ তৈরি হলে ব্রাজিলীয় আদালত ফিফাকে হাইড্রেশন বিরতি বাধ্যতামূলক করতে আদেশ দিয়েছিল। নইলে জরিমানার মুখোমুখি হতে হতো।




গোল না পেলেও নায়ক নেইমার, জয়ের রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

গোল না পেলেও আবারও ম্যাচের নায়ক নেইমার। প্লেমেকার হিসেবে দুর্দান্ত ভূমিকা রেখে সান্তোসকে এনে দিলেন দাপুটে জয়। ব্রাজিলিয়ান সেরি আ-র শেষ ম্যাচে ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবেই লিগ শেষ করেছে সান্তোস। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তাকে।

এই ম্যাচ দিয়েই সান্তোসের জার্সিতে ১৫০ ম্যাচ পূর্ণ করেন নেইমার। ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে তাকে সম্মাননা দেওয়া হয়। স্মারক গ্রহণের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা। এরপর মাঠে নেমে প্রাণবন্ত পারফরম্যান্সে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।
তিন ম্যাচ আগেও অবনমনের শঙ্কায় থাকা সান্তোস টানা তিন জয়ে লিগ শেষ করল পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে। অন্য দলগুলোর ফলাফল অনুকূলে থাকায় শেষ ম্যাচে জয় খুব একটা জরুরি ছিল না। তবুও পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা শক্তিশালী ক্রুজেইরোকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী শেষ করেছে তারা মৌসুম।
এই টানা তিন ম্যাচেই হাঁটুর চোট নিয়ে খেলেছেন নেইমার। আগের ম্যাচে করেন হ্যাটট্রিক, তার আগের ম্যাচেও করেন একটি গোল। চোট নিয়েও দলকে টিকিয়ে রাখতে তার ত্যাগ ছিল চোখে পড়ার মতো।
সৌদি ক্লাব আল হিলালে দীর্ঘ চোটের অধ্যায় শেষে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার আশায় চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে এখানেও সময়টা খুব একটা আদর্শ কাটেনি। মৌসুমের ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১৯টিতে মাঠে নামতে পেরেছেন। এর মধ্যে সব ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। গোল করেছেন ৮টি, পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কেও।
শেষটা অবশ্য স্মরণীয় করেই রাখলেন তিনি। ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি এখানে এসেছিলাম দলকে সর্বোচ্চটা দিতে। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমাকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা না থাকলে এমন পরিস্থিতে খেলতে পারতাম না। এখন কিছুটা বিশ্রাম দরকার, এরপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।”



হকি যুব বিশ্বকাপে ইতিহাস বাংলাদেশের

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ হয়েছে বাংলাদেশের যুবরা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ যা নতুন ইতিহাস রচনা করেছে। ম্যাচে হ্যাট্ট্রিক করেছেন অধিনায়ক আমিরুল ইসলাম।

ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচ অস্ট্রিয়াকে ৫-৩ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে নেয় বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া ৮ দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হল।

জানা যায়, আমিরুল ছয় ম্যাচ খেলে পাঁচটি হ্যাটট্রিক করেছেন তিনি। বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়েছেন।

ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল। যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন (১-০)। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এ গোলটি পেনাল্টি কর্নার (পিসি) থেকে করেন হুজায়ফা হুজায়ফা হোসেন।

২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে (১-৩)। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে (৪-১)। পরের মিনিটে অস্ট্রিয়া এগিয়ে যায় (২-৪)।

৫২ মিনিটে আমিরুল পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-২)। তবে ৫৭ মিনিটে আরেকটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি অস্ট্রিয়া। শেষে ৫-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়। বাংলাদেশ যুব হকিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। প্রথম ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে।

গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়। ওই ম্যাচেও আমিরুল এক গোল করে। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ ষোলোতে যেতে পারেনি। এজন্য ১৭-২৪তম স্থান নির্ধারণী খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। এ ম্যাচে আমিরুল করেন পাচ গোল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। ঐ ম্যাচেও হ্যাটট্রিক করেন আমিরুল। এদিন অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এ ম্যাচেও আমিরুল হ্যাটট্রিক করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যই।




কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা

ড্র ও হারের পর অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। নবনির্মিত ক্যাম্প ন্যুতে নিজেদের প্রথম ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। একপেশে ম্যাচে একপর্যায়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে উল্টো জয়ের স্বাদ দেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।

ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। বার্সেলোনা পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে নেয় ১৯টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট ৬ শটের মধ্যে ৪টি অন-টার্গেট রাখতে সক্ষম হয়।

ম্যাচের শুরুতেই বার্সা গোলের সুযোগ পায়। কুন্দের হেড থেকে আসা বলে ভলিতে লক্ষ্যভ্রষ্ট শট নেন রবার্ট লেভান্ডফস্কি। কিছুক্ষণ পর তার করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। খেলার ধারার বিপরীতে ২১ মিনিটে আন্সগার কেনাউফের দৌড়ের ওপর নেওয়া শটে লিড নেয় ফ্রাঙ্কফুর্ট।

বিরতির আগে আর জালের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের গতি বদলে দেন বদলি মার্কাস রাশফোর্ড। তার তৈরি করা আক্রমণ থেকেই ৫০ মিনিটে রাশফোর্ডের ক্রসে হেডে সমতা ফেরান কুন্দে। তিন মিনিট পর লামিনে ইয়ামালের ক্রসে আবারও হেডে গোল করে বার্সাকে লিড এনে দেন এই ফরাসি ডিফেন্ডার।

শেষ সময়ে বল দখলে রাখায় মনোযোগী ছিল বার্সা। আর কোনো গোল না হলেও কুন্দের জোড়া গোলেই দুই ম্যাচ পর জয়ে ফিরেছে কাতালানরা।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার সংগ্রহ ১০ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের ১৪ নম্বরে। ফ্রাঙ্কফুর্ট ৩০ নম্বরে নেমে চতুর্থ হার দেখলো।




বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি

ঘরোয়া লিগে টানা ব্যর্থতার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হতাশার রাত কাটাল রিয়াল মাদ্রিদ। বুধবার (১০ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ে কোচ আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

লা লিগায় ধারাবাহিক পয়েন্ট হারানোর চাপের মধ্যেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেমেছিল রিয়াল। সমস্যাটা আরও বড় হয় একাধিক তারকার অনুপস্থিতিতে চোটের কারণে দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাও ছিলেন বাইরে। পুরো ফিট না থাকায় বেঞ্চে বসে ম্যাচ দেখেছেন কিলিয়ান এমবাপ্পে।

তবে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। ২৮ মিনিটে জুড বেলিংহামের পাস ধরে দারুণ শটে রদ্রিগো দলকে এগিয়ে নেন এটাই চলতি মৌসুমে উইঙ্গারের প্রথম গোল। কিন্তু মাত্র সাত মিনিট পর থিবো কোর্তোয়ার দুর্বল সেভ কাজে লাগিয়ে সমতা ফেরান নিকো ও’রিলি। এরপর ৪৩ মিনিটে অ্যান্টনিও রুডিগারের ফাউল থেকে পাওয়া পেনাল্টি নিখুঁতভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।

দ্বিতীয়ার্ধে রিয়াল চেষ্টা করলেও ব্যবধান আর কমাতে পারেনি। উল্টো কোর্তোয়া ছয়টি সেভ করে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানসিটি।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছে সিটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ নেমে গেছে সপ্তম স্থানে।