৮০ বছর পর চিরনিদ্রায় শায়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে জাপানি আক্রমণে নিহত এক মার্কিন সৈনিকের দেহাবশেষ অবশেষে দাফন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে দাফন করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হারবার্ট জ্যাকবসন নামের ওই সৈনিককে ভার্জিনিয়ার আরলিংটন ন্যাশনাল সেমেটারিতে সমাহিত করে তার পরিবার।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায় জাপান। এতে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য নিহত হন, আর এ হামালার মাধ্যমে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

জাপানের টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া মার্কিন রণতরী ইউএসএস ওকলাহোমায় ছিলেন ‘বার্ট’ জ্যাকবসন। এ ঘটনার দুই বছর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়, তবে অনেকেরই আর পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিহতদের পরিচয় জানতে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও, ২০১৯ সালে আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে হারবার্ট জ্যাকবসনের পরিচয় জানা যায়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে জাতীয় সঙ্গীত থেকে বাদ পড়লো ‘উৎকল’ ও ‘বঙ্গ’

অবশেষে হারবার্টকে চিরনিদ্রায় শায়িত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

হারবার্টের ভাইপো ব্র্যাড ম্যাকডোনাল্ড বার্তাসংস্থা এপিকে বলেন, এটি এক রকমের অমীমাংসিত রহস্য ছিল। এতদিনের অজ্ঞাত অবস্থার পর বার্টের কি হয়েছিলো তা জানা এবং অবশেষে তাকে সমাহিত করতে পারায় পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছেন।

image_pdfimage_print