৫৮৬ কোটি টাকার স্ট্রাইকার ফ্রি-তে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ

তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদের আশা ছিল অনেক। করিম বেনজেমার বয়স হয়ে যাচ্ছে, বেনজেমা-পরবর্তী যদি রিয়ালের হাল ধরার জন্য তাঁর দিকেই হাত বাড়িয়েছিল রিয়াল। কিন্তু সে আশা নিরাশায় পরিণত হতে বেশ সময় লাগেনি। বছরখানেকের মধ্যেই লস ব্লাঙ্কোসরা বুঝে যায়, বেনজেমার জুতোয় পা গলানোর সাধ্য নেই তাঁর।

বলা হচ্ছিল লুকা ইয়োভিচের কথা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে আলো ছড়ানোর পর ছয় কোটি ইউরোর বিনিময়ে নাম লিখিয়েছিলেন রিয়ালে, বাংলাদেশি হিসেবে প্রায় ৫৮৬ কোটি টাকা দিয়ে। তিন বছর যেতে না যেতেই সেই স্ট্রাইকার এখন রিয়ালের কাছে আক্ষরিক অর্থেই মূল্যহীন। ফ্রিতে এই স্ট্রাইকারকে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার কাছে ছেড়ে দিচ্ছে তারা।

image_pdfimage_print