এসময় ডা. এনামুর রহমান জানান, সিটি করপোরেশনে যারা ভাসমান আছে, যাদের এনআইডি অন্য জেলার কিন্তু সিটি করপোরেশনে আছে তাদের অভিযোগ পেয়েছি যে কাউন্সিলররা তাদের তালিকাভুক্ত করছে না। আমরা কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি যে যেখানেই থাকুক না কেন, খাদ্যকষ্টে থাকলে তাকে সহায়তা দিতে হবে।
তিনি আরো জানান, কর্মহীন মানুষের সহায়তায় সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দেশের সব সিটি কর্পোরেশনে শিশু খাদ্য কেনার জন্য আরো বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য সাড়ে ৭ কোটি টাকার প্যাকেটজাত খাবার ক্রয় করা হয়েছে। ১০ কেজি চালসহ প্রতিটি প্যাকেট ১৭ কেজি পণ্য থাকবে। ঈদ উপলক্ষে আরো এক দফা সমপরিমাণ সোয়া কোটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।