যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ৩০ বছর আগে হিমায়িত ভ্রূণ থেকে এক জোড়া যমজ শিশুর জন্ম হয়েছে। এটি সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্মের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯২ সালের ২২ এপ্রিল তরল নাইট্রোজেনে মাইনাস ১২৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভ্রূণটি হিমায়িত করা হয়।
র্যাচেল রিজওয়ে নামের চার সন্তানের জননী এক নারী গত ৩১ অক্টোবর ওই যমজ শিশুদ্বয়ের জন্ম দেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এম্ব্রিও ডোনেশন সেন্টার (এনইডিসি) জানিয়েছে, এর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে লিডিয়া অ্যান ও টিমথি রোনাল্ড রিজওয়ে নামের ওই দুই শিশু। দান করা ভ্রূণ থেকে তারা এক হাজার ২০০’রও বেশি শিশু জন্মদানে সাহায্য করেছে বলে দাবি তাদের।
৩০ বছর আগে এক বিবাহিত দম্পতির কাছ থেকে আইভিএফ পদ্ধতিতে এই ভ্রূণটি সংগ্রহ করা হয়।
এর আগে সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্মের রেকর্ড ছিল মলি গিবসন নামের এক শিশুর। ২৭ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে ২০২০ সালে জন্ম হয় তার।
এক বিবৃতিতে এনইডিসি বলে, এই ঘটনা অন্যদেরকে ভ্রূণ দত্তক নিতে উৎসাহিত করবে বলে আশা তাদের।
যমজ শিশুদ্বয়ের বাবা ফিলিপ রিজওয়ে বলেন, ঈশ্বর যখন লিডিয়া ও টিমথিকে জীবন দেন তখন আমার বয়স মাত্র পাঁচ বছর। এক দিক থেকে দেখলে ওরা আমাদের সবচেয়ে বড় সন্তান, যদিও ওদের বয়স সবচেয়ে কম। এই ঘটনার মধ্যে অদ্ভুত কিছু একটা রয়েছে।