১২০ কোটিতে বিক্রি হলো শাহরুখের জওয়ান!

এত বছরের অপেক্ষার পর নতুন চমক দিতে চলেছেন বলিউড বাদশাহ। ২০২৩ সালে তার অভিনীত তিন তিনটি সিনেমা আসতে চলেছে। যদিও দুটো সিনেমার ঘোষণা আগেই দেয়া হয়েছে। যার একটির নাম ‘পাঠান’। যেখানে তাকে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকার সঙ্গে। অন্যটি রাজকুমার হিরানী পরিচালিত ডাংকি।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তার তৃতীয় সিনেমার ‘জাওয়ান’-এর টিজার। টিজারে অর্ধেক চেহারায় ধরা দিয়েছেন শাহরুখ। তবে দক্ষিণের নামজাদা নির্মাতা অ্যাটলি ‍কুমারের সঙ্গে শাহরুখের এই মেলবন্ধন প্রথমবার, তাই আগ্রহের কেন্দ্রবিন্দুটাও অনেক বেশি।

এদিকে, এরই মধ্যে হাইপ তোলা এ সিনেমার স্বত্ব বিক্রির কথা শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থা রেড চিলিস থেকে এখনো কোনো মন্তব্য করেনি। একাধিক ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ১২০ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি কিনে নিয়েছে। গত মাসেই জওয়ানের আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন শাহরুখ খান। এ মুহূর্তে মুম্বাইয়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত বাদশা।
চার বছর ধরে বড় পর্দা থেকে গায়েব শাহরুখ। তার কামব্যাকের অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। তাই শুটিং শেষ হওয়ার আগেই বড়সড়ো সাফল্য জওয়ানের ঝুলিতে। ‘জওয়ান’ সিনেমাটিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়াও অভিনয় করছেন, সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: ই-টাইমস