হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাইয়ানকে অভিনন্দন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম ব্যাচের এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ রাইয়ান “Huawei ICT Competition Asia Pacific 2023-24” এর ন্যাশনাল ফাইনালের Cloud Track (AI, Big Data & Cloud) এ চ্যাম্পিয়ন হওয়ায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ভিসি বলেন, আবদুল্লাহ রাইয়ানের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও সম্মানের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ অর্জন তাকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তার, উদ্ভাবনী কাজ এবং সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে। আমি তার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।
“Huawei ICT Competition Asia Pacific 2023-24” এর ন্যাশনাল ফাইনালের Cloud Track (AI, Big Data & Cloud) এ চ্যাম্পিয়ন আবদুল্লাহ রাইয়ানকে সোমবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমির অ্যাওয়ার্ডস গিভিং সিরিমনি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড (সার্টিফিকেট ক্রেস্ট ও একটি ল্যাপটপ) প্রদান করা হয়। আবার তিনি ন্যাশনাল ফাইনালের পরে ইন্দোনেশিয়া রিজিয়নে রিজিওনাল ফাইনালিস্ট হওয়ার সৌভাগ্যও অর্জন করেন।

image_pdfimage_print