স্বাস্থ্যমন্ত্রী তামাশা করছেন অক্সিজেনের সংকট নেই বলে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য বিভাগ বা বর্তমান সরকারের কোনো সদিচ্ছা নেই। গতকাল বুধবার নাগরিক ঐক্যের ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের এই নেতা বলেন, দেশের ১৭টি জেলায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট নেই। প্রতিদিন গণমাধ্যমে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার খবর প্রকাশিত হচ্ছে। অথচ দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলে স্বাস্থ্যমন্ত্রী তামাশা করছেন। তিনি বলেন, দেশের কোথাও করোনার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই। অক্সিজেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা, করোনা পরীক্ষার কিট নেই। আইসিইউ বেড, এমনকি সাধারণ বেডও ফাঁকা নেই। এর জন্য সরকারই শতভাগ দায়ী।

মান্না বলেন, এক বছর চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সরকার পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন জাতিতে পরিণত করার চেষ্টা করছে। সারা বিশ্ব করোনার প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশে সব চালু করলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হয়নি।