স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাঈদী হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়।
সাঈদী হোসেন আগে সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, মাদক সম্পৃক্ততা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৯ সালে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১ সালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে আসে। এই চিঠিতে সাঈদী হোসেনকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতির পদ দেওয়ার কথা জানানো হয়। তখন থেকেই সাঈদী হোসেন এই পরিচয়ে তাঁর কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।