সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর নাম সরিয়ে ফেললেন প্রিয়াঙ্কা!

তাদের বিয়েটা যখন হয় তখন বিশ্বব্যাপী এটা চর্চার বিষয় ছিল। কারণ, প্রিয়াঙ্কা চোপড়ার থেকেও তার স্বামী সঙ্গীতশিল্পী নিক জোনাস ১০ বছরের ছোট। পশ্চিমা বিশ্বে এটা (স্ত্রীর থেকেও স্বামীর বয়সের ব্যবধান) স্বাভাবিক বিষয় হলেও, ভারতীয় উপমহাদেশে ব্যাপারটা ভিন্ন। তাইতো আলোচনা হওয়া স্বাভাবিক।

২০১৮ সালে নিক জোনাসের সঙ্গে ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে তারা বেশ সুখেই আছেন। সম্প্রতি নিকের বাড়িতে প্রথমবারের মতো একসঙ্গে দিওয়ালি পালন করেন এই জুটি। কিন্তু প্রিয়াঙ্কার ইন্সটাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

priyanka chopraপ্রিয়াঙ্কা চোপড়ার অফিসিয়াল টুইটার

বিয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় নিজের নামের শেষে স্বামীর পারিবারিক নামও যোগ করেন। অর্থাৎ ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’ নামে নিজেকে পরিচিত করে তুলেন। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামের শেষে ‘জোনাস’ নেই। হঠাৎ করেই ভারতীয় কন্যা কেন স্বামীর নাম সরিয়ে ফেললেন সেটা নিয়েই এখন নতুন করে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

image_pdfimage_print