সিনেমার জুটি এবার উপস্থাপনায়

অভিনয়ে দুজন পর্দা ভাগাভাগি করলেও একসঙ্গে উপস্থাপনায় এবারই প্রথম। কুসুম জানালেন, প্রায় চার বছর হলো মিডিয়াতে ওভাবে কাজ করা হয়নি। বলেন, ‘ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি করার প্রস্তাব আসে বাংলাদেশ টেলিভিশন থেকে। আমার সঙ্গে ইমনের কথা বলা হয়। দেখলাম, আমরা দুজন তো একসঙ্গে সিনেমা করেছি। ফলে এ কাজটি মজা করে করা যাবে।’ তিনি বলেন, ‘ইমনের সঙ্গে দেখাও হয় না অনেক দিন। এই কাজটি করতে এসে দেখা হলো। বন্ধুত্বের জায়গা থেকে আমাদের মধ্যে কাজের বোঝাপড়া বেশ ভালো। একসময় লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বেশ কয়েকটি ইভেন্টের উপস্থাপনার অভিজ্ঞতা আমার আছে। সব মিলে কাজটি সহজ হয়েছে।’