বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ঊন-বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১২ তম মৃত্যুবার্ষিকী আজ।
মীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে স্মৃতি কেন্দ্রে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন।
পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
সাহিত্যে ক্ষেত্রে মীর মশাররফ হোসেন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন তিনি। সাহিত্য রচনার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন মীর মশাররফ।
মীর মশাররফ হোসেনের রচনা সমগ্রের মধ্যে রত্মাবতী, গৌরি সেতু, বসন্ত কুমারী, জমিদার দর্পন, সংগীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব ও বিষাদ সিন্ধু উল্লেখযোগ্য।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।