সব জেলায় দ্রুত আইসিইউ স্থাপন করতে হবে: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, মহামারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউর চাহিদা। কিন্তু দেশের অনেক জেলায় এখনো আইসিইউ নেই। অথচ এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মধ্যে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা।করোনা মুক্ত হলেন জিএম কাদেরবিবৃতিতে তিনি আরও বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই। বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সকল জেলায় আইসিইউ স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে হবে।