ভোর বেলা থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বলছে।
বৃহস্পতিবার সাত সকালেই ফ্লাডলাইট জ্বলতে দেখে ঘুম ভাঙে স্টেডিয়ামের আশপাশের স্থানীয়দের।
এ কি বিদ্যুৎ অপচয়! নাহ, মোটেই তেমনটা নয়।
আজ চলছে ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডের খেলা। সকাল ৯টা থেকে মিরপুরে খেলতে নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে খেলাঘর।
সেই খেলা উপলক্ষ্যেই ফ্লাডলাইটের আলোক বিচ্ছুরণ। এর কারণ আষাঢ় মাস শুরু হতে না হতেই আকাশে মেঘের ঘনঘটা। সূর্য্য হারিয়ে মেঘের ওপাশে।
যে কারণে সকালকে অনেকেই সন্ধ্যার গোধূলীর সঙ্গে তুলনা করছেন। এমন আলোকস্বল্পতায় মাঠে বল গড়ানো অসম্ভব।
ফ্লাডলাইট জ্বালানো ছাড়া উপায় ছিল না আয়োজকদের সামনে। ফলে সাত সকালেই ফ্লাডলাইট জ্বালিয়ে চলছে খেলা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ হয়েছে খেলাঘর ইনিংসের ৯ ওভার। যেখানে ৪ উইকেট হারিয়ে ৬১ রান করেছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহরিয়ার কমল ৩০ রানে অপরাজিত রয়েছে