জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নাট্যকার ও নাট্যপরিচালক নাজনীন চুমকী এবারই প্রথম ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার জয়লাভ করাটা তার কাছে যেন ছিল অনেকটাই স্বপ্নের মতো।
নাজনীন চুমকী বর্তমানে দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। একটি বিটিভিতে প্রচার চলতি বিটিভির প্রযোজনায় মামুনুর রশীদের রচনায় ধারাবাহিক ‘জিন্দাবাহর’ এবং অন্যটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’(সাজ্জাদ সুমনের)।
‘জিন্দাবাহার’ধারাবাহিকে চুমকী অভিনয় করছেন ঘষেটি বেগমের চরিত্রে। চুমকী জানান, তিনি জেনেশুনে বুঝেই ইতিহাসের ঘৃন্যতম একটি চরিত্র ঘষেটি বেগমের চরিত্রে অভিনয় করেছেন। ঘষেটি বেগম কেমন ছিলেন তার জানার আগ্রহ থেকেই এই চরিত্রে অভিনয় করছেন তিনি।
এদিকে গত ৩১ ডিসেম্বর মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’সিনেমাটি। এতেও নাজনীন চুমকী একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। এদিকে ৮ ফেব্রুয়ারি চুমকীর জন্মদিন। কিন্তু জন্মদিনটি এবার তিনি বিশেষভাবে উদযাপন করতে পারছেন না বলে জানিয়েছেন। কারণ গত কয়েক দিন ধরে তিনি খুব অসুস্থ।
অভিনয়, নির্বাচন এবং জন্মদিন প্রসঙ্গে চুমকী বলেন, জীবনের প্রথম নির্বাচনের যে ফলাফল ঘোষিত হয়েছে, সেই ফলাফলের অংশীদার সম্মানিত এবং ভালোবাসার ভোটার অভিনয় শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ দেশ নাটক-এর সব সদস্যসহ, সকল থিয়েটারের সদস্য এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে তোলেন। অনেকেই এরইমধ্যে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন।
বিটিভির জিন্দাবাহার নাটকে আমি ঘষেটি বেগমের চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রে যথাযথভাবে অভিনয় করতে পারটাই আমার কাছে শিল্পী হিসেবে অনেক বড় প্রাপ্তি। সিনেমায় চুমকীকে প্রথম অভিনয়ে দেখা যায় তানভীর মোকোম্মেলের ‘লালন’সিনেমায়। পরবর্তীতে কাজী মোরশেদের ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘একই বৃত্তে’, ‘ রাত জাগা ফুল’।