ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার চেয়ে ২৯ ধাপ পিছিয়ে জামাল ভূঁইয়ারা। খেলাটাও হয়েছে ইন্দোনেশিয়ার ঢেরায়। এমন সমীকরণ নিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নেমে স্বাগতিকদের রুখে দিয়েছে বাংলাদেশ। বুধবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্দোনেশিয়ার বান্দুংয়ে ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
অতীতে ইন্দোনেশিয়াকে হারানোর রেকর্ড থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে এই ড্র বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ফলাফল হিসেবেই দেখা হচ্ছে।
তবে এমন বীরত্বসূচক ড্রয়ের পেছনে জামালদের কোচ হ্যাভিয়ের ক্যাভরেরার অবদানের চেয়ে বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য আনিসুর রহমান জিকোর। তার চোখ জুড়ানো কয়েকটি সেভের কারণেই শেষ পর্যন্ত হার এড়াতে পেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে একটি পয়েন্টও পেয়েছে।
র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তায় ইন্দোনেশিয়ার চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। আর তাই ফেবারিট ভাবা হচ্ছিল স্বাগতিকদেরই। যদিও ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি।
মিডফিল্ডার আতিকুর রহমান ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর তার পরিবর্তে নামা সোহেল রানা একটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত হতাশ করেছেন।
এদিকে, ১৪ বছর পর ফুটবলে আবারও ইন্দোনেশিয়ার মুখোমুখি হলো বাংলাদেশ। ২০০৪ সালে মিয়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল। ওই ম্যাচে ইন্দোনেশিয়া জিতেছিল ২-০ গোলে।