কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ দিয়েই বড় পর্দায় নাম লিখিয়েছেন প্রতিভা। ছবিটি গত বছরের ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। ২৬ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তির পর ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ছবিটি আলোচিত হয়েছে
এর আগে জিটিভির ‘কুরবান হুয়া’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ২৩ বছর বয়সী প্রতিভা
টিভি ধারাবাহিক ও সিনেমার পর এবার ওয়েব সিরিজেও অভিষেক ঘটছে প্রতিভার। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করেছেন প্রতিভা। সিরিজটি মে মাসে মুক্তির কথা রয়েছে
হিমাচল প্রদেশের শিমলার মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন
ক্যারিয়ারের শুরুতে মডেলিং করেছেন, নৃত্যেও দখল রয়েছে তাঁর। ২০২০ সালে মিস মুম্বাই বিজয়ী হওয়ার পর ‘কুরবান হুয়া’ ধারাবাহিকে কাজের সুযোগ পান তিনি