লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “মুজিব শতবর্ষ” উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রোববার (২৮ জুন) সকালে মান্দারী ইউনিয়নের যাদৈয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদার, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাসেল, জেলা যুবলীগের সদস্য কুদ্দুস পাটওয়ারী প্রমুখ।