লক্ষ্মীপুরে সেচ্ছাসেবকদলের নেতার ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের নিজ বাড়ীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী সুলতান জুয়েল (৩৭)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব গণিপুর গ্রামের ‘বড়-বাড়ী’তে এ হামলার শিকার হন জুয়েল। তিনি গণিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল বলেন, স্থানীয় ইউপি সদস্য ওয়াদুল হক হিরন (মেম্বর) ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের ঘর-বাড়ীতে হামলা চালাই। এসময় হামলাকারিদল তাদের মারধর করে। এতে জুয়েলের মাথা ফেটে  যায়।

জুয়েলকে হাসপাতালে দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।