লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে বিভিন্ন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৬ জুলাই) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এ চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী, রায়পুর পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জুয়েল মৃধা প্রমুখ।

জানা গেছে, লক্ষ্মীপুরে বিভিন্ন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও হামলায় আহত লোকজন চিকিৎসার জন্য লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুর সহযোগিতায় প্রধানমন্ত্রী বরাবর আর্থিক সাহায্যের আবেদন করেন। এর আলেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের জন্য ৫০ হাজার টাকা, ১০নং ইউনিয়নের নজির মোল্লার জন্য ৩০ হাজার টাকা, একই উপজেলার ৩নং ওয়ার্ডের মহিউদ্দিন বাবরের জন্য ১ লক্ষ টাকা’ সহ জেলার ২৬ জনের মাঝে বিভিন্ন পরিমান অনুদানের চেক বিতরণ করা হয়।